উৎসবের নাম—গরম বেলুন। নামটি শুনলেই কেমন কেমন মনে হয়। কিন্তু উইলিয়াম শেকসপিয়র বলেছেন, ‘নামে কী এসে যায়!’ আসলেই নামে কী এসে যায়, এই উৎসব ঘিরে নিউ মেক্সিকোতে তৈরি হয় সাংস্কৃতিক, পর্যটন শিল্প ও বিশ্বমানবের মিলনমেলা। প্রতি বছর অক্টোবরের আকাশে ভাসতে থাকে শত শত রঙিন গরম বেলুন, যা দেখে মুগ্ধ হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লালো জোড়া চোখ। নিউ মেক্সিকোর বার্ষিক গরম বেলুন উৎসব (Albuquerque International Balloon Fiesta) বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বিখ্যাত গরম বেলুন উৎসবগুলোর একটি। এটি কেবল একটি খেলা বা শখের অনুষ্ঠান নয়, এটি নিউ মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন শিল্পের অন্যতম মূল চালিকাশক্তিও বটে! নিউ মেক্সিকোর গরম বেলুন উৎসবের শুরু হয়েছিল ১৯৭২ সালে। এটি কেবলমাত্র ১৩টি বেলুন নিয়ে শুরু হয়েছিল, যা তখনকার ছোট একটি স্থানীয় ইভেন্ট হিসেবে...