রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ বিলুপ্ত করে বিশ্ববিদ্যালয় করা হলে সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা। শিক্ষার্থীদের একটি অংশ চায় কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক, অন্য একটি অংশ বলছে—একটি একীভূত বিশ্ববিদ্যালয়ই হওয়া উচিত। কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, সবার মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের জন্য সম্প্রতি একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করা হবে। এর মধ্যে সায়েন্স স্কুলে থাকবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলে থাকবে সরকারি বাংলা কলেজ; বিজনেস স্কুলে থাকবে সরকারি তিতুমীর কলেজ; আর ল অ্যান্ড জাস্টিস স্কুলে অন্তর্ভুক্ত হবে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। অধ্যাদেশের খসড়া প্রকাশের...