০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকার পট্টিতে নিজের দোকানেই লুটের নাটক সাজিয়ে শেষমেষ নিজেই ফেঁসে গেলেন দোকান মালিক শুভ দাস (৩৫)। ৫ লাখ টাকার চুক্তিতে ভাড়া করা হয় তিন দুর্বৃত্তকে। এক দিন যেতে না যেতেই এ ঘটনার আসল রহস্য উৎঘটন করলেন পুলিশ। এঘটনায় শুভ দাসসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার মোছাঃ ইছাসমিন খাতুন বিষয়টি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৫ অক্টোবর গভীর রাতে প্রায় ১২টা ৩৫ মিনিটের দিকে শুভ দাস নিজের দোকানে স্বর্ণালংকার ডাকাতির নাটক সাজান। পরে তিনি দাবি করেন, দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি তিনি থানায়...