ভর্তুকি কমাতে সার কারখানায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর সোমবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে আইন লঙ্ঘন করে বিইআরসি একের পর এক ভোক্তাবিরোধী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে গণশুনানি বর্জন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিদ্যুৎ, জ্বালানির মূল্যবৃদ্ধির গণশুনানিতে দীর্ঘদিন ধরেই ভোক্তাদের পক্ষে বলিষ্ট ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। বিইআরসি জানিয়েছে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর কারো কোনও মতামত থাকলে তা ১৩ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানানো যাবে। পরবর্তীতে আবেদকারীদের প্রস্তাব, কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদন, গণশুনানিতে উপস্থাপিত স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের মতামতসহ সার্বিক বিষয়ে বিচেনা করে আইন অনুযায়ী গ্যাসের মূল্যহার সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের...