এবছর শীতের আগেই চলনবিলসহ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অতিথি পাখিদের আগমন ঘটতে শুরু করেছে। সাইবেরিয়ার মতো দূরবর্তী অঞ্চলের তীযু ঠান্ডা ও খাদ্যাভাব এড়াতে পাখিরা তুলনামূলকভাবে অনুকূল পরিবেশের সন্ধানে বাংলাদেশে আসে। এদের আগমনে চলনবিল প্রাকৃতি সৌন্দর্যে ভরে ওঠে। এই দৃশ্য দেখতে দেশের বিভিন্ন এলাকার বিনোদনপ্রেমীরা এই সময় এখানে আসে পাখি দেখতে। এ মৌসুমে ইতিমধ্যেই মৎস্য ভান্ডারখ্যাত তাড়াশ চলনবিলে অতিথি পাখির ঝাঁকে ঝাঁকে আগমন ঘটছে। জানা গেছে, চলনবিলের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ১৪টি নদী ও ২২টি ছোট-বড় বিল। যদিও অনেকগুলোর অস্থিত্ব এখন আর পাওয়া যাবেনা। এই মৌসুমে পানি এখনও না শুকালেও চলন বিল ও বেলকুছি উপজেলার যমুনা নদীর চর এলাকায় অতিথি পাখি আসতে শুরু করেছে। প্রতিবছর সাধারণত পানি শুকিয়ে গেলে এদের আগমন ঘটে। তবে এছর আগেই যমুনা চর ও চলনবিলে নিজের আহার জোগাতে...