বাংলাদেশের সংস্কৃতি নিয়ে ধারাবাহিক আলোচনা ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে এ আলোচনা অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক সংগঠন ‘জনমুক্তি’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জনমুক্তি’র আহ্বায়ক নাশাদ ময়ুখ। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহর স্বাগত বক্তব্যে আয়োজনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাঁন আয়্যুব, মুখপাত্র তমসা অরণ্য উপস্থিত ছিলেন।পাশাপাশি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-উপনিবেশিক তাত্ত্বিক, কবি ও চিন্তক ফয়েজ আলম; কবি ও প্রাবন্ধিক কাজী নাসির মামুন; কবি ও সমালোচক ইমরুল হাসান; কবি ও গদ্যকার মৃদুল মাহবুব এবং কবি ও অনুবাদক সাইদ ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনমুক্তি ময়মনসিংহ জোনের আহ্বায়ক জুবায়ের পারভেজ।আলোচনায় বক্তারা সব ধরনের সাংস্কৃতিক ধারাকে ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংস্কৃতির দিকে যাত্রার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাত্ত্বিক ফয়েজ আলম সমসাময়িক ভাষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে...