তামিম ইকবাল আগে-ভাগেই দৃশ্যপটের বাইরে। সব হিসাব-নিকাশে আমিনুল ইসলাম বুলবুলই ছিলেন সম্ভাব্য সভাপতিপ্রার্থী। শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে। বিসিবির ২০তম সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন যখন তৈরি হচ্ছিল, তখন হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিকে নবনির্বাচিত ২৫ পরিচালক সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করতে বৈঠকে বসেছিলেন। জানা গেছে, আমিনুল ইসলাম বুলবুল সম্ভাব্য সভাপতি। সভাপতি হিসেবে কেউ তার বিপক্ষে দাঁড়াবেন না। যদিও শোনা যাচ্ছিল, ফারুক আহমেদও সভাপতি পদে নির্বাচন করতে পারেন; কিন্তু নির্ভরযোগ্য সূত্রের খবর, ফারুক আহমেদ সভাপতি পদে নির্বাচন করবেন না। তবে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে সহ-সভাপতি হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফারুককে সহ-সভাপতি করা হতে পারে বলে জানা গেছে। তার সাথে নাজমুল আবেদিন ফাহিমকেও সহ-সভাপতি করার প্রস্তাব করা হতে...