অনেক আলোচনা সমালোচনার পরেও বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ সভাপতি হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও নির্বাচনকে প্রত্যাখ্যান করে সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির কাউন্সিলর (ব্রাদার্স ইউনিয়ন ক্লাব) বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন , বাংলাদেশের আইন মেনেই এই ক্রিকেট বোর্ডকে ছুড়ে ফেলা হবে। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিসিবির কাউন্সিলর ইশরাক হোসেন লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড...