ব্যাংক এশিয়া চালু করেছে ‘স্ক্যান টু ক্যাশ’। এটি একটি অত্যাধুনিক কিউআর কোড–-ভিত্তিক নগদ উত্তোলন সেবা, যা গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনকভাবে অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করবে। এর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ব্যাংক এশিয়ার যেকোনো শাখা থেকে চেক বা ডেবিট কার্ড ছাড়াই নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এ সেবার আওতায়, ব্যাংকের প্রত্যেক শাখার ক্যাশ কাউন্টারে একটি ইউনিক কিউআর কোড দেয়া থাকে। নগদ উত্তোলনের জন্য গ্রাহক নিজের স্মার্ট ফোনে ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ ওপেন করে কিউআর কোডটি স্ক্যান করবেন, এরপর উত্তোলনের পরিমাণ এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে লেনদেন নিশ্চিত করবেন। লেনদেন নিশ্চিত হলে ক্যাশ কাউন্টারে কর্মরত অফিসার গ্রাহককে নগদ অর্থ প্রদান করবেন এবং একই সাথে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে উত্তোলনের পরিমাণ ডেবিট হবে। স্ক্যান টু ক্যাশে একজন...