চোট যেন পিছু ছাড়ছে না রদ্রির। সবশেষ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে স্পেন জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে এভারটনের বিপক্ষে ম্যাচেও ব্যালন দ’র জয়ী মিডফিল্ডারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রিমিয়ার লিগে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে সিটির ১-০ গোলে জেতা ম্যাচের ২২তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান রদ্রি। পরদিন স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে ২৯ বছর বয়সী এই ফুটবলারের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে ছিলেন রদ্রি। মৌসুমের শেষ দিকে তিনি মাঠে ফেরেন। কিন্তু জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপে খেলার সময় আবার নতুন করে চোট পান। ফলে এই মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি।...