ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউসেক)-এর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া (MENASA) অঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছেকেভিন রোপকে। ১ অক্টোবর থেকে তাঁর এ নতুন দায়িত্ব কার্যকর হয়েছে। জানা যায়, ইউসেক তাদের বৈশ্বিক কার্যক্রমে একটি নতুন সাংগঠনিক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য হলো কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারে আরও দৃঢ় অবস্থান তৈরি করা। এই পুনর্গঠনের অংশ হিসেবে কেভিন রোপকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। এই পদে থেকে রোপকে দক্ষিণ এশিয়াসহ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) পুরো MENASA অঞ্চলে মার্কিন সয়াবিনের বাজার সম্প্রসারণ, ভোক্তার আস্থা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নেতৃত্ব দেবেন। ইউসেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার বলেন, “আমাদের নতুন কাঠামো সংগঠনের কৌশলগত অগ্রাধিকার এবং সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করবে। এতে ইউএসসহ বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে...