কুমিল্লা-৬ (আদর্শ সদর-সদর দক্ষিণ) সংসদীয় আসন পুনর্বিন্যাসে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকটা জটিলতার সৃষ্টি হয়েছে। সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও মনিরুল হক চৌধুরীর মধ্যে এ আসন নিয়ে সন্ধি হওয়ার গুঞ্জন রয়েছে। অন্যদিকে আসন পুনর্বিন্যাসে আদর্শ সদরের সঙ্গে সদর দক্ষিণ উপজেলা যুক্ত হওয়ায় সাংগঠনিকভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বিপাকে পড়েছেন। এ আসনের বাসিন্দা হলেও তিনি দুটি আসনের মনোনয়ন প্রত্যাশা করছেন। দলের মনোনয়ন নিয়ে বিএনপির চেয়ারপারসনের অপর উপদেষ্টা ও সাবেক সংসদ-সদস্য হাজি আমিনুর রশীদ ইয়াছিনের সঙ্গে তিনি মুখোমুখি অবস্থানে পড়েছেন। এতে এ আসনে চলছে জটিল সমীকরণ। আসন পুনর্বিন্যাসের ফলে আমিনুর রশীদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী একই আসনের বাসিন্দা হয়ে গেছেন। হাজি ইয়াছিন কুমিল্লা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী হলেও মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ ও কুমিল্লা-১০ আসনে মনোনয়ন চাইবেন। এদিকে বিএনপি থেকে...