০৬ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম রোববার ভেনেজুয়েলার উপকূলে তথাকিথত ‘অবৈধ মাদক বহনকারী’ একটি জাহাজে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা সমগ্র ক্যারিবিয়ান অঞ্চলে সম্ভাব্য মার্কিন উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার টেলিফোনে তার ভেনেজুয়েলান সমকক্ষ ইভান গিলের সাথে কথা বলেছেন। ‘ল্যাভরভ বলেছেন যে রাশিয়া ৩ অক্টোবর ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজে মার্কিন সশস্ত্র বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে,’ মন্ত্রণালয় জানিয়েছে। ‘মন্ত্রীরা ক্যারিবিয়ান সাগরে ওয়াশিংটনের ক্রমবর্ধমান কর্মকাণ্ডের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন যা এই অঞ্চলের জন্য সুদূরপ্রসারী পরিণতি বহন করবে,’ এতে বলা হয়েছে। ওই হামলায় চারজন নিহত হয়েছেন। জাহাজটিতে ‘অবৈধ মাদক বহন’ করা হচ্ছিল বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র মস্কো বলেছে...