প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করতে চাই — এই ঢোলটা একটু বাজিয়ে দেবেন। নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না। আমাদের পক্ষ হয়ে আপনারা (গণমাধ্যম) একটু বাজিয়ে দেন। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে এ অনুরোধ জানান তিনি। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা মূল্যবান পরামর্শ এসেছে আমি খুব একটা সময় নেবো না। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের (গণমাধ্যম) আমি পাবো। সকালে বলেছিলাম আমাদের নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না। আমাদের পক্ষ হয়ে আপনারা (গণমাধ্যম) একটু বাজিয়ে দেন। একটু সুন্দর ঢোল বাজাবেন, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এ ঢোলটা একটু বাজাবেন আমাদের পক্ষ হয়ে। কারণ আমাদের আন্তরিকতার কোনোই অভাব নেই। সবাইকে নিয়ে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার...