এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ সামনে রেখে দেশে ফিরেই আজ সোমবার (৭ অক্টোবর) দলের অনুশীলনে যোগ দিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান হামজা। ক্লান্তি থাকলেও তার শরীরে বা মুখে তেমন কোনো ছাপ ছিল না। বিকেল ৫টায় শুরু হওয়া অনুশীলনে সতীর্থদের সঙ্গে পূর্ণ উদ্যমে অংশ নেন এই মিডফিল্ডার। ঢাকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বিশেষ মনোযোগী ছিলেন তিনি। অনুশীলনের শুরুটা ছিল প্রাণবন্ত। জামাল ভূইয়া, তারিক কাজী, জায়ান ও ফাহামিদুল ইসলামের সঙ্গে খুনসুটি করেই সময় কাটালেন হামজা।...