বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, ঢাকায় যে সরকারই আসন্ন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, নয়াদিল্লি সেই সরকারের সঙ্গেই কাজ করতে আগ্রহী। ভারতের লক্ষ্য হচ্ছে পারস্পরিক সম্মান, স্থিতিশীলতা ও জনগণকেন্দ্রিক উন্নয়নভিত্তিক সম্পর্ক আরও জোরদার করা। সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই- যদি কারও মনে কোনো সন্দেহ থাকে, ভারত দৃঢ়ভাবে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। আমরা চাই, এই নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হোক। তিনি আরও বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছে, এটা আমাদের জন্য উৎসাহজনক। আমরা আশা করি, নির্বাচনের প্রক্রিয়া বিলম্ব ছাড়াই সম্পন্ন হবে। আর নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আমরা সেই জনপ্রতিনিধিত্বমূলক সরকারের সঙ্গেই কাজ করতে আগ্রহী। ভারতের...