মরক্কোয় সম্প্রতি ছড়িয়ে পড়া তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন বিক্ষোভ দেশটির অর্থনৈতিক অগ্রগতির আড়ালে লুকিয়ে থাকা দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র প্রকাশ্যে আসছে। আগামী ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি, নতুন স্টেডিয়াম ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের মাঝেই দেশজুড়ে ছড়িয়ে পড়া এ অস্থিরতা সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত সপ্তাহে রাজধানী রাবাতসহ মরক্কোর প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তা গ্রামীণ ও দূরবর্তী এলাকাগুলোতে দাঙ্গায় রূপ নেয়। নিরাপত্তা সদর দফতর দখলের চেষ্টার সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হন, আটক হন ৪০০ জনের বেশি। পরে সহিংসতা কিছুটা প্রশমিত হয়। এটি ২০১১ সালের আরব বসন্তের পর সবচেয়ে বড় আন্দোলন। ওই সময় রাজা মোহাম্মদ ষষ্ঠ সংসদের হাতে কিছু ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিলেন। ২০১৬ সালের রিফ অঞ্চলের বিক্ষোভের পর এটিই...