বিভিন্ন দাবিদাওয়ার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা হলে সেটিকেই ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “নির্বাচনটা চ্যালেঞ্জ না, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দাকানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, জাতির মধ্যে সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। “যারা ‘পিআর পিআর’ করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেগুলো হচ্ছে চ্যালেঞ্জ।” সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নাগরিক যুব ঐক্য’ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সালাহউদ্দিন বলেন, “নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে, যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে সেই জন্য নাকি দুইটা ব্যালট দিলে একই দিনে অসুবিধা হবে, এইটা...