এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। একই সময়ে নতুন করে ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে সর্বাধিক ১৭৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকায় ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন, দক্ষিণ সিটিতে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহীতে ৬৪ জন, খুলনায় ৫৭ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১১ জন এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের...