বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, আমরা ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে তাদেরকেই স্বাগত জানাবো। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত আসনভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেখেছি— ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বামপন্থী দলগুলোসহ সব দলের নেতারা একসঙ্গে বসেছেন। আগামীর বাংলাদেশ এমনই হবে। সবার রাজনৈতিক আদর্শ নিজ নিজ দলের কাছে থাকবে, কিন্তু দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই এক থাকবো। আমরা ফ্যাসিবাদবিরোধী সব দলকে বলেছি— আমরা সবাই মিলে ফ্যাসিবাদ সরিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। মাওলানা আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্টরা চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের যেসব...