নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁচপুরে সোনালী মার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। হৃদয় রঞ্জন বলেন, উপজেলার কাঁচপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা, মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি স্ট্রিপ এবং বিভিন্ন সরকারি ওষুধ থাকায় মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টারের মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা...