রাষ্ট্রদূতহিসেবেনিয়োগপাওয়ামেজরজেনারেলএকেএমআমিনুলহককেপ্রত্যাহারকরাহয়েছে। সোমবারজনপ্রশাসনমন্ত্রণালয়থেকেজারিকরা একপ্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলাহয়েছে,প্রেষণেরাষ্ট্রদূতপদেনিয়োগপাওয়াএইকর্মকর্তারচাকরিএখনথেকেসশস্ত্রবাহিনীবিভাগেন্যস্তকরাহলো। ২০২৩ সালের ১৭ জানুয়ারি মেজর জেনারেল একেএম আমিনুল হককে আনসারের মহাপরিচালক (ডিজি) করা হয়। তার বড়ভাই এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। আমিনুল ইসলাম ন্যাশনাল ডিফেন্স কলেজ ছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার ছিলেন। সিগন্যাল কোরের এই জেনারেল ইতোপূর্বে ডিজিএফআই ও এনএসআইতে কাজ করেছেন। ৫...