উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (BHAA) নবীনগর উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন খান। এ সময় বক্তব্য দেন সাইফুল ইসলাম ফরহাদ, ফারজানা সুমী এবং মানসুরা মালা। বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে গিয়েছি।’ তারা আরও জানান, তাদের ৬ দফা দাবি হলো: ১. নিয়োগবিধি সংশোধন, ২. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সনদ বা সমমান সংযোজন, ৩. ১৪তম গ্রেড প্রদান, ৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং ৬. ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। দাবিগুলো বাস্তবায়ন...