সুপ্রিম কোর্টের ভেতরে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারার অভিযোগে রাকেশ কিশোর নামে ৭১ বছর বয়সী এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনাটি সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৩৫ মিনিটে এক নম্বর আদালতে বিচার কার্যক্রম চলাকালীন ঘটে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেসের। দিল্লি পুলিশ জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত ওই আইনজীবী প্রধান বিচারপতি গাভাইয়ের দিকে তাঁর স্পোর্টস জুতা ছুড়ে মারেন। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ইউনিটে হস্তান্তর করে। ওই ব্যক্তি ময়ূর বিহার এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য। প্রাথমিক তদন্তে জানা গেছে, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে ভগবান বিষ্ণুর মূর্তি পুনরুদ্ধারের আবেদনের সম্প্রতি অনুষ্ঠিত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্যে ওই আইনজীবী অসন্তুষ্ট ছিলেন। আদালত থেকে বের করে আনার সময় ওই...