চট্টগ্রাম:সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে এখন টেলিভিশন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। রোববার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে ৫০-৬০ জন সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়।তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করে, ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় হোসাইন জিয়াদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এই নৃশংস হামলার প্রতিবাদে সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরের কাজীর দেউরি এস এস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক ও টেলিভিশন কর্মীরা অংশ...