বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে বিদায়ী সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমও পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালক হয়ে আবার বিসিবিতে ফিরছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন, ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, সাখাওয়াত হোসেন। ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল...