রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা যখন পোস্টার, ব্যানার আর লিফলেটের জোয়ারে ভাসছে, ঠিক তখনই অভিনব এক উপায়ে সবার দৃষ্টি কেড়েছেন ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী।তিনি নবাব সিরাজউদ্দৌলার সাজে ক্যাম্পাসজুড়ে প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী মাঠে এনে দিয়েছেন ভিন্ন মাত্রা ও নাটকীয় আবহ।সোমবার (৬ অক্টোবর) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা চালাতে দেখা যায় এ প্রার্থীকে৷নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা চালানোর কারণ জানতে চাইলে কাফী বলেন, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলার স্বাধীনতা রক্ষা করতে, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে পরাজিত হন। আজ আমি তার সাজে শুধুই প্রচারণা চালাতে আসিনি, এসেছি এক ধরনের প্রতিবাদের জায়গা থেকে।ব্রহ্মপুত্র নদে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়িতিনি আরও বলেন, মনে...