নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা শেষে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-সি থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন পাইলট। এই ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেবব্রত পাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পাওয়া এই প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন পাইলট। ক্যাটাগরি-সি থেকে ৪৫ জনের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন এবং ৫ টি ছিলই-ভোট। এই ৪২ জন কাউন্সিলের মধ্যে ৩৫ জনের ভোট পেয়েছেন পাইলট। আর বাকি ৭ ভোট পেয়েছেন দেবব্রত। সাবেক ক্রিকেটার হিসেবে ক্যাটাগরি-সি থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন পাইলট। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা ছাড়াও বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ পুলিশ,...