ইসলামী ব্যাংকে আলোচিত ব্যবসায়ী এস আলমের দেওয়া ‘অবৈধ নিয়োগপ্রাপ্ত’ কর্মকর্তাদের অপসারণের দাবিতে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারস ফোরাম মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই সময়ে দেশের প্রতিটি শাখার সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালে এস আলম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ইসলামী ব্যাংক জবরদখল করেন এবং বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়ন করেন। এরপর নিজের নিয়ন্ত্রণে ব্যাংকে পটিয়া ও চট্টগ্রাম অঞ্চলের অদক্ষ ব্যক্তিদের কোনও বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেন— যা ব্যাংকের সুনাম ও দক্ষ জনবল কাঠামোকে ধ্বংস করেছে। বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে...