আরলিং হালান্ডের গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সে সঙ্গে কোচ পেপ গার্দিওলাও প্রিমিয়ার লিগে অনন্য একটি মাইলফলক স্পর্শ করলেন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগে ২৫০তম ম্যাচে জয়ী হলেন তিনি এবং ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে এই অর্জন করলেন পেপ। গার্দিওলার এই সাফল্য এসেছে মাত্র ৩৪৯ ম্যাচে, যেখানে কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গার এর জন্য সময় লেগেছিল ৪০০-এর বেশি ম্যাচ। ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই জয়ের পর নিজের দারুণ একটি পরিকল্পনার কথা জানিয়ে দেন গার্দিওলা। ম্যাচ শেষে হাসিমুখে তিনি বলেন, ‘স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের পাশে থাকতে পারা বড় সম্মানের। আমি তাদের একসাথে ভালো একটি ডিনারে আমন্ত্রণ জানাবো। প্রিমিয়ার লিগ ইতিহাসের অংশ হতে পেরে দারুণ লাগছে। এখন লক্ষ্য ২৫০ জয়ের পর আরও ২৫০ জয়!’ ম্যাচের ৮ম...