মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রেসিডেন্ট প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে মালদ্বীপ-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রেসিডেন্ট প্যালেসের রিপাবলিক স্কোয়ারে পৌঁছালে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী তাকে গার্ড অফ অনার প্রদান করে। চিফ ও ডেপুটি চিফ অফ প্রটোকল তাঁকে স্বাগত জানান। এর পরপরই আয়োজিত হয় মালদ্বীপের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শোভাযাত্রা ‘বেরু ধুম্মারি’। এরপর হাইকমিশনার প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। গাজী হলে আয়োজিত মূল অনুষ্ঠানে হাইকমিশনার তাঁর পরিচয়পত্র প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পেশ করেন। পরবর্তীতে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী সৌজন্য সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট...