ময়মনসিংহে ২৩ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সোমবার (৬ অক্টোবর) দুপুরে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি অভিযানের দল এ অভিযান পরিচালনা করে। সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকায় রেলক্রসিংয়ের পশ্চিম পাশে হাজী মার্কেটের বিপরীতে সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা “মুন্নি পরিবহন” নামের একটি বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের মালামাল রাখার বক্স থেকে সাদা প্লাস্টিকের একটি বস্তা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বস্তাটি ময়মনসিংহ জেলার রাইসুল মিয়া (২৩) নিজের বলে স্বীকার করেন। পরবর্তীতে তার তথ্য অনুযায়ী বস্তার ভিতরে চাল ও চালের গুড়ার মিশ্রণের মধ্যে লুকানো অবস্থায়...