বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। এই নির্বাচনে বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জয় অনেকটাই নিশ্চিত। ‘টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসে এখন ‘বড় ইনিংস’ খেলার অপেক্ষায় তিনি। চার মাস আগে আমিনুল দায়িত্ব নেন। রোববারেই শেষ হয় তার আগের মেয়াদ। বিসিবি সভাপতি হিসেবে শেষদিন সাংবাদিকদের সামনে উপস্থিত হন আমিনুল। নির্বাচন ঘিরে যাই হোক না কেন তিনি মনে করেন, তিনি দেশের ক্রিকেটের জন্যই নতুন করে আবার পরিচালক হতে চাইছেন। রোববার শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে আমার কাছে (সরকারের) প্রভাব কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার (বিসিবিতে) চালিয়ে যাওয়া দরকার। আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না, অথবা আপনারা (সাংবাদিক) যারা আছেন, যদি মনে করেন আমি যথেষ্ট ভালো না, আমি চলে যেতে আগ্রহী যে কোনো সময়। একইসঙ্গে এটাও...