সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট জেলার মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও মোহাম্মদ সায়েম আহমদ (১৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ ও সায়েম জেলা শহর থেকে মোটরসাইকেলে করে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের...