আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের চারটি জেলার অধিকাংশ সংসদীয় আসনে এখন সরব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রার্থীরা তৃণমূল পর্যায়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পোস্টার-ব্যানার, ঘরোয়া সভা, মাহফিল, ধর্মীয় আলোচনা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন তারা।দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহে সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই মনোনীত প্রার্থীরা মাঠে নেমে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি আসনের অন্তত ৮টি আসনে জমিয়তের প্রার্থীরা তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। এর মধ্যে সিলেট-৪, ৫ ও ৬ আসন বিশেষভাবে আলোচনায় আছে।প্রার্থীরা দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সামাজিক যোগাযোগ ও উন্নয়নমুখী ভাবমূর্তি গঠনে গুরুত্ব দিচ্ছেন। প্রচারণায় তারা ‘শোষণ ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্রগঠন’ এই স্লোগানকে সামনে এনেছেন।জানা যায়, সিলেটে জমিয়তের সাংগঠনিক ভিত্তি ঐতিহাসিকভাবে শক্তিশালী। বিশেষ...