০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জব্দকৃত ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ভস্মীভূত করা হয়। সোমবার (৬ অক্টোবর) উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান হয়। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩ জন জেলেকে মাছ শিকার করা অবস্থায় ধরা হয়। সদরপুর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সুলতানা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আটককৃত ৩ জেলের প্রত্যেককে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।...