গোপন সংবাদের ভিত্তিতে(৫ অক্টোবর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামীঃ পেরালের ছেলে মোঃ এনামুল হক(১৯)। উদ্ধারকৃত সামগ্রী আসামীর কাছ থেকে দেশীয় তৈরি পিস্তল ৯.৫ ইঞ্চি ফায়ারিং পিন যুক্ত আছে, সুইজ গিয়ার চাকু(ধাঁড়ানো অস্ত্র) লম্বা ৯ ইঞ্চি এবং আইটেল কোম্পানির পুরাতন স্মার্টফোন যাহার সীম জব্দ করা হয়েছে। রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বহন করে...