বিগ ব্যাশে খেলার অনুমতি এবার হাতে পেয়েছেন রিশাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। ফলে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে হোবার্ট হারিকেনসের হয়ে মাঠে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের অধীনে খেলতে পারা নিয়েও দারুণ উচ্ছ্বসিত রিশাদ। জুম ক্রিকেট তাসমানিয়ার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বেড়ে ওঠার সময় আমার প্রিয় ক্রিকেটার ছিলেন রিকি পন্টিং। তার খেলা দেখতে খুব ভালো লাগত। এখন তার সঙ্গে কাজ করার সুযোগ আসছে, এটা আমার জন্য অনেক বড় বিষয়। তার কোচিংয়ে খেলতে আমি ভীষণ উন্মুখ।” হোবার্টের স্ট্র্যাটেজি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পন্টিং। তার অধীনে নিজের সেরাটা দিতে...