প্রয়াত গায়ক জুবিন গার্গকে ‘বিষপ্রয়োগে’ হত্যা করা হয়েছে- এমন অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনায় আটক হওয়া ব্যান্ডসঙ্গী ও ড্রামার শেখর জ্যোতি গোস্বামী পুলিশের কাছে স্বীকারোক্তিতে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এই হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। এনডিটিভি লিখেছে, ‘বিষপ্রয়োগের’ এই অভিযোগ নিয়ে জল্পনা বাড়ছে। আসাম সরকার বলছে, গায়কের ময়নাতদন্তের সময় যে ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছিল তা দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভিসেরা পরীক্ষার রিপোর্ট আগামী ১০ অক্টোবর মিলবে। সেই রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল, নাকি গ্রেপ্তার হওয়া শেখর নিজেকে বাঁচাতে অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, “গুয়াহাটি হাই কোর্ট জুবিনের মৃত্যু তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশনও গঠন করেছে। বিচারিক কমিটির তত্ত্বাবধানে তদন্ত...