রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির নামে প্রতারণা করে দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম শেখ। রবিবার বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া থানার বালিয়াখালী এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।আরো পড়ুন:বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল আকাবা সমবায় সমিতির বিরুদ্ধে সিআইডির মামলা ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল আকাবা সমবায় সমিতির বিরুদ্ধে সিআইডির মামলা সিআইডি জানায়, প্রতারক চক্রটি ‘POWER MAX LTD’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে...