একটু আগেই ভোট দিতে এসে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক সভাপতি ফারুক আহমেদ জানালেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু তার কিছুক্ষণ পরই নির্বাচনে নানাবিধ অনিয়মের অভিযোগ তুললেন ক্যাটগারি- ৩ থেকে নির্বাচন করা দেবব্রত পাল। নির্বাচন শেষে নির্বাচন বর্জনের ঘোষণাও দিলেন তিনি। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দেবব্রত পাল। এসময় তিনি দাবি করেন, এমন নির্বাচন গণতন্ত্রের জন্য অশনি সংকেত। দেবব্রত বলেন, ‘আজকে যা হয়েছে, সম্পূর্ণ প্রভাবিত নির্বাচন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যদি এ ধরনের নির্বাচন হয়, আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা অশনি সংকেত। আপনাদের অনুরোধ করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জায়গায় যাচ্ছে, যাদের হাতে যাচ্ছে, আপনারা দেখবেন। তারা বিরোধী মত রাখতে চাচ্ছেন না।’ এর...