গত আগস্ট ও সেপ্টেম্বরে ভাটা পড়েছে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে। সেপ্টেম্বরে আগের বছরের চেয়ে রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, তৈরি পোশাকের রপ্তানি কমায় সামগ্রিক আয় কমেছে। তবে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আগের চেয়ে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে কমছে পোশাক রপ্তানি। ট্রাম্প প্রশাসনের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কের কারণে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের বোঝা বেড়েছে এবং রপ্তানি আয়ে চাপ তৈরি হয়েছে। যার প্রভাবে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ইপিবির তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে ৩৬২ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য। যেখানে আগের বছর একই মাসে রপ্তানি আয় ছিল ৩৮০ কোটি ২৮ লাখ ডলার। অর্থাৎ, এক বছরে রপ্তানি কমেছে প্রায় ৪ দশমিক ৬১ শতাংশ। রপ্তানিতে সাময়িক এই ধস কাটিয়ে...