শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা প্রতিটি শিশুর অধিকার। তবে অনাকাঙ্ক্ষিত একটি স্পর্শেই থমকে যেতে পারে শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা। ধ্বংস করে দিতে পারে তার আনন্দময় শৈশবকে। তাই যে কোনো ধরনের যৌন নির্যাতন থেকে নিজেকে রক্ষা করতে শিশুকে গুড টাচ-ব্যাড টাচ বা ভালো স্পর্শ, মন্দ স্পর্শ সম্পর্কে ধারণা দিতে হবে। আজ (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস। চলুন জেনে নেওয়া যাক শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখাবেন যেভাবে- একটি শিশুকে সবাই ভালোবাসবে এটা খুব স্বাভাবিক। স্পর্শের মাধ্যমে ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ হয়। যেসব স্পর্শ শিশুদের ভালোবাসার অনুভূতি দেয় ও নিরাপদ অনুভব করায় তাই গুড টাচ। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি নিজের বিকৃত যৌনাকাঙ্ক্ষা পূরণ করার জন্য যদি শিশুকে স্পর্শ করে, তাই ব্যাড টাচ। ব্যাড টাচ খুবই অস্বস্তিকর, যা...