শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে আদালতের প্রধান ফটক অবরোধ করে তারা কর্মসূচি পালন করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। ১) আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালকে সুপরিকল্পিতভাবে সেইফ এক্সিট দেওয়ায় বিচারক জহিরুল কবির, পিপি আব্দুল মান্নান ও জিপি মাহবুবুল আলম রাকিবকে তাদের পদ হতে অপসারণ করতে হবে। ২) যারা শহীদ ও আহত যোদ্ধাদের সঙ্গে...