ভারতের ভোপালের এক নবদম্পতি তাদের পোষা প্রাণীর পারস্পরিক শত্রুতা সামলাতে না পেরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্বামী–স্ত্রীর মধ্যে নয়, মূল বিরোধ তাদের আদরের কুকুর ও বিড়ালকে ঘিরে। ভোপাল ফ্যামিলি কোর্টের এক কর্মকর্তা জানান, প্রাণীপ্রেম থেকেই দুজনের পরিচয়, বন্ধুত্ব ও পরিণয়ে রূপ নেয় সম্পর্কটি। কিন্তু যে ভালোবাসা তাদের একত্র করেছিল, সেটিই আজ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বিয়ের পর তারা একসঙ্গে বসবাস শুরু করলে শুরু হয় সমস্যার। স্ত্রী অভিযোগ করেন, স্বামীর কুকুর বারবার তার বিড়ালকে আক্রমণ করেছে, এমনকি তাড়া করেছে। অন্যদিকে স্বামী দাবি করেন, বিয়ের আগেই তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে, স্ত্রী যেন বিড়ালটিকে সঙ্গে না আনেন। তার অভিযোগ, বিড়ালটি প্রতিদিন মাছের অ্যাকুয়ারিয়ামের কাছে ঘোরাঘুরি করত, যা ঘরে অস্থিরতা সৃষ্টি করত। একপর্যায়ে দুজনই নিজেদের পোষা প্রাণীকে ত্যাগ করতে অস্বীকার করেন।...