০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদসহ অন্যান্য নদ-নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্ট বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসল। এদিকে উজান থেকে নেমে আসা পানির স্রোতের সাথে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুড়ি। এসব গুড়ি রবিবার শেষ বিকাল থেকে স্থানীয় জনগণ সাতরীয়ে সংগ্রহ করেন। শুধু কাঠ নয় তীর থেকেই অনেকে ধরেছেন বড়ো বড় মাছ। এসব কাঠের গুড়ির সাথে ভেসে এসেছে বিষাক্ত সাপও। উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় দুধকুমার নদীকে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে নদীর তীব্র ¯স্রোতে নিখোঁজ হন মনছুর আলী (৩৮) নামের এক...