সোমবার (৬ অক্টোবর) ডিএসসিসি পরিচালনা কমিটির ৯ম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া এসব কথা বলেন। করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে নিয়োজিত স্থায়ী কর্মচারীদের জন্য অবসারপ্রাপ্ত কর্মচারী অবসর ভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সভায় ‘অবসরজনিত পেনশন ও আনুতোষিকের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ অনুযায়ী প্রস্তুত করা পরিকল্পমালা নীতিগত অনুমোদনপূর্বক চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের সড়ক খাতে বরাদ্দ করা ১৪৮ কোটি টাকার মোট ১২৭টি প্রকল্প অনুমোদন করা হয়। এছাড়া করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবসরজনিত বিদায়কালীন এককালীন চার লাখ টাকা ও চাকুরিকালীন মৃত্যুতে দাফন বা সৎকারের জন্য দশ হাজার এবং পরিবারকে...