০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন দেশটির এক প্রবীণ আইনজীবী। সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। তবে জুতা বিচারপতির আসনে পৌঁছায়নি। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেন। -এনডিটিভি। সুপ্রিম কোর্টে অপ্রত্যাশিত ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘‘আমিই একমাত্র শেষ ব্যক্তি হিসেবে এ ধরনের ঘটনায় আক্রান্ত হয়েছি বলে মনে করছি। এরপর তিনি স্বাভাবিকভাবে আদালতের শুনানি কার্যক্রম চালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময়ই ৭১ বছর বয়সী ওই আইনজীবী ‘‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা ছুড়ে...