দুর্গম পাহাড়, বন আর সীমান্তঘেঁষা অরক্ষিত অঞ্চল- এসব এলাকাকে নিরাপদ রাখতে পার্বত্য চট্টগ্রামে নতুন করে আরও দুটি ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যাটালিয়নের আওতায় স্থাপন করা হবে অন্তত ৩০টি নতুন বর্ডার পোস্ট (বিওপি)। বর্তমানে এ প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় নবনির্মিত বিওপি উদ্বোধনকালে এসব তথ্য জানান বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সমতল ভূমির মতো নয়; এখানে পাহাড়ি দুর্গমতা সীমান্তরক্ষাকে অনেক কঠিন করে তুলেছে। অনেক বিওপি রয়েছে যেখানে পৌঁছাতে পায়ে হেঁটে চার দিন সময় লাগে। এমন অবস্থায় নতুন ব্যাটালিয়ন গঠন সীমান্ত সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে।”...