চলন্ত ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন ও মো. ফাহিম হোসেন। এর আগে, রোববার (৫ অক্টোবর) রাতে শ্লীলতাহানির শিকার ওই নারী শিক্ষার্থী বাদী হয়ে মোট ৯ জনের নাম উল্লেখ করে লাকসাম রেলওয়ে থানায় একটি ইভটিজিংয়ের মামলা দায়ের করেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটি শেষে রোববার ওই নারী শিক্ষার্থী সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন। ট্রেনটি মনতলা রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটককৃত ব্যক্তিরা এবং তাদের সাথে থাকা আরও কয়েকজন ওই ছাত্রীকে লক্ষ্য করে...